পোস্টগুলি

আগস্ট, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
1 / 3
ডিজাইন করুন নিজের লোগ এবং জানুন নতুন কিছু।
2 / 3
কিছু নতুন শিখা বা জানার জন্য একটি আদশ জায়গা
3 / 3
নিজেকে পরিপূণ ভাবে তৈরী করুন

জেনে নিন গুগল কিভাবে কোথায় কোথায় থেকে আয় করে!! গুগল এর সবচেয়ে বড় ভুল ছিল যেটি ?

ছবি
গুগল আমাদের কাছে সবচেয়ে বেশী পরিচিত এর সার্চ ইঞ্জিন, ই মেইল, ওয়েব ব্রাউজার সহ নানা বিধ ওয়েব টুলস সেবার জন্য; যা আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন নানা কাজে, বাসায় বসেই হোক কিংবা প্রোফেশনাল কোন কোন কাজের জন্য অফিসে বসে এগুলো ছাড়া আমাদের চলেই না। আমরা কি গুগলের এইসব দারুন সেবা গুলো ব্যবহার এর সময় কখনও চিন্তা করে কি দেখেছি? গুগল এর এইসব সার্ভিস ফ্রি কি না? আর গুগল কিভাবে ইবা এত বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে দিনে দিনে? আজকের টিউনে আমরা এই বিষয়ে জানব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) এ বর্তমান সময়ে সবচেয়ে প্রভাবশালী যে কোম্পানিটি সেটি হল গুগল (Google)। গুগল শুরু হয়েছিল একটি প্রকল্প হিসেবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পিএইচডি প্রোগ্রাম এর; দুই জন শিক্ষার্থী ল্যারি পেইজ ও সারজে ব্রিন এর হাত ধরে। প্রথমদিকে তাদের লক্ষ্য ছিলো একটি দক্ষ সার্চ ইঞ্জিন তৈরি করা যেটি কিনা কেউ কোন কিছু অনুসন্ধান করলে; সেই বিষয়ে সবচেয়ে প্রাসঙ্গিক ফলাফলগুলো উপস্হাপন করবে। এখনও গুগল এর মূল উদ্দেশ্য সেটাই; তবে বর্তমানে কোম্পানিটি প্রদান করছে আরো বিভিন্ন সার্ভিস যেগুলো হল: ইমেইল সার্ভিস থেকে শুরু করে ক্লাউড স্টোরেজ; প্রোডাক্ট

এক টিউটরিয়ালে ফুল বিজনেস কার্ড ডিজাইন

ছবি
এই টিউটরিয়ালে একবারে একটি বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয় তা নিয়ে তৈরী করা হয়েছে আশা করি ভাল লাগবে পরের টিউটরিয়ালে বিজনেস কার্ড এর মকআপ নিয়ে তৈরী করা হয়েছে দুটো টিউটরিয়াল সিরিয়াল বাই দেখবেন আশা করি ভাল লাগবে।

বিজনেস কার্ড ডিজাইন এর নতুন টিউটরিয়াল

ছবি
আশা করি ভিডিও গুলো দেখে উপকৃত হবেন   এই ভিডিও এর মধ্যে বিজনেস কার্ড মকআপ করা নিয়ে তৈরী করা হয়েছে কোন প্রশ বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন আমাদের facebook page:https://www.facebook.com/pg/greeemforestorg-565888066921733/videos/?ref=page_internal ধর্নবাদ পরের টিউটরিয়াল এ নতুন কিছু ফটোসপ এর কাজ নিয়ে হাজির হবে আশা করি সেই পর্যন্ত সাথেই থাকবেন।
ছবি
নতুন আঙ্গীকে আরো কিছু নতুন নতুন লোগ আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনি যদি লোগ ডিজাইন করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি সেই বিষয়ের উপরে আপনাদেরকে একটি টিউটরিয়াল করার চেষ্টা করবো।

ওয়েব ডিজাইন

ওয়েব ডিজাইন নিয়ে লিখার অতিরিক্ত উপকারিতা শুরুতে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন এবং খুব ভালো আয় করবেন, এটাই কি শেষ? এটা মাত্র শুরু। আরো অনেক চমৎকার জিনিস আসছে আপনার রাস্তায়। আমি লেখালেখির অনেকগুলো অতিরিক্ত উপকারিতা সমন্ধে শুনেছি। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু উপকারিতা শেয়ার করছি।   1ফ্রীল্যান্সিং এর সুযোগ। লেখালেখি ওয়েব ডিজাইনার হিসেবে আপনার খ্যাতি বাড়াতে সাহায্য করে। লক্ষ লক্ষ মানুষ আপনার প্রবন্ধ পড়বে। সুতরাং ফ্রীল্যান্সিং ডিজাইন প্রকল্পের অনেক সুযোগ আপনি পাবেন যদি আপনি চমৎকার ডিজাইন টিউটোরিয়াল তৈরি করতে পারেন। লেখালেখির সুযোগ। যখন আপনি জনপ্রিয় ব্লগ গুলোতে লিখবেন, সবাই আপনাকে এ ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তি হিসেবে জানবে। সুতরাং অনেক ক্ষমতাশালী ক্লায়েন্ট আপনাকে তাদের ওয়েবসাইট বা কোম্পানি ব্লগ এ লিখার জন্য পারিশ্রমিক দিতে চাবে। কখনই একটি প্রবন্ধের জন্য দত্ত পারিশ্রমিক এর কথা ভাববেন না। আপনি আপনার অভিজ্ঞতার সাথে উচ্চতর দাম পাবেন। এই ধরণের লিখার একটি সুবিধা হলো আপনি একটি নির্দিষ্ট পারিশ্রমিকে কাজ করার চেয়ে নিজে পারশ্রমিক ঠিক করে নিতে পারবেন। বিনামুল্যে ন