1 / 3
ডিজাইন করুন নিজের লোগ এবং জানুন নতুন কিছু।
2 / 3
কিছু নতুন শিখা বা জানার জন্য একটি আদশ জায়গা
3 / 3
নিজেকে পরিপূণ ভাবে তৈরী করুন

Freelancer.com এর মাধম টাকা আয় করা বিশেষ কৌশন

আশা করি সবাই ভাল আছেন আছকে আমারা কথা বলবো কি ভাবে আপনি freelancer.com এর মাধমে প্রথম প্রথম আয় করা শুরু করতে পারন ।
তো আশা যাক আসল কোথায় আমরা কম বেশি মার্কেট প্লেস গুলোর নাম জানি না জেনে থাকরে আমার 5ম টিউটারিয়াল টি দেখবেন ।
সব থেকে প্রফেশনাল এবং সারা বিশ্বে সব থেকে বেশি ব্যবহুত ও জনপ্রিয় হল freelancer.com আছকে আমি এই সাইট নিয়ে কিছু কথা বলবো এবং জন নতুন ইউজার বা জিনি নতুন একটি একাউন্ট খুলেছেন তাকে কি কি ফল করতে হবে সেই বিষেয়ে আছেকে টিউটরিয়াল লেকচার এর মধ্যে আমারা আলোচনা করবো ।

তো যখন আপনি একজন নতুন তখন আপনাকে বেশ কয়েকটি বিষয়ের উপরে লক্ষ্য রাখ তে হবে সেই বিষয় গুলো হল




1। Freelancer.comএর বিভিন্ন রুলস কন্ডিশন ও নিয়ম কানুন মানতে হবে।
2।কাজের গুন গত মান বজায় রাখতে হবে।
3। কমিনিকেশন ভাল ভাবে বজায় রাখতে হবে।
4। রেগুলার সাইটে কাজ করতে হবে। মধ্যে খানে হুট করে কয়েক দিন টটালি কাজ অফ রাখলে হবে না
5।রেংকিং বৃদ্ধি করতে হবে।
6। যত বেশি রেংহবে কাজ করা সুবিধা ও সুযোগ তত  বেশি হবে।
7।রেটিং বাড়ানোর টেষ্টা করতে হবে। সে জ্ন্য আমার 5ম টিউটরিয়ার টি ভাল ভাবে দেখবেন
8। নতুন অবস্থাতে কখনই বিট করতে যাবেন না এতে নতুন দের কাজ পাবার সম্ভাবনা একদমি থাকে না  বলেলই চলে।
9।প্রথমে নতুন ইউজার দের জণ্য কনটেষ্ট করে করে কাজ করতে হবে এবং রেটিং ও রেং এই ভাবে আপনি আপনার বারাতে পারেন ।
10। কখনো কপি করা চেষ্টা করবেন না এত কাউন্ট বন্ধ করে দিতে পারে ।
11। কাজ ডেলিভারি বা কাজ হেন্ড ওভার করা সময় কোন সমসায় পরলে freelancer.com এর সার্পোট টিম এরসাথে যোগা যেগা করুন। অথবা নিকটস্থ কোন অভিজ্ঞ যাদের প্রফাইল আছে তাদের সাতে যোগা যোগ করবেন।
চাইলে আপনি আপনারা আমাদের টিম এর হেল্প নিতে পানে।

মন্তব্যসমূহ